মেহেন্দিগঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় এএসআই/ মোঃ রেজাউল করিম, এএসআই/মোঃ মাইনুদ্দিন, কং/৭২৭ মোঃ শাহ আলম, কং/৬৪৩ মোঃ মুহসিন উদ্দিন, কর্মস্থল মেহেন্দিগঞ্জ থানা, বরিশাল সহ ধৃত আসামী মোঃ নুরুজ্জামান মোল্লা(২৮) পিং মোঃ আঃ রশিদ মোল্লা, সাং বদরপুর, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার পূর্বক তাহার দখল হইতে জব্দকৃত আলামত ০৪(চার) পিছ ইয়াবা ট্যাবলেট (গোলাপী রংয়ের যাহা এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য, ওজন অনুমান ০.৩৬ গ্রাম মূল্য অনুমান ১৬,০০০/- টাকা সহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, মেহেন্দিগঞ্জ থানার সাধারন ডাইরী নং-৮৬৪, তারিখ- ২০/০৪/১৮ খ্রিঃ মূলে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়ন পরিষোদের সামনে অবস্থানকালীন সময় ১৮.১০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, মেহেন্দিগঞ্জ থানাধীন ০৩নং চরএককরিয়া ইউনিয়নের শিবগঞ্জ ব্রীজের উত্তর পার্শ্বে রাস্তার উপরে মোঃ নুরুজ্জামান মোল্লা মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তাহার সংগে নিয়া অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় উল্লেখিত অফিসার ও ফোর্স সহ সন্ধ্যা অনুমান ১৮.২০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছা মাত্র পুলিশের উপস্হিতি টের পাইয়া উক্ত জুয়েল দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে তাহাকে ধৃত করিতে সক্ষম হই। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ১। মোঃ মোহাম্মদ আলী(২৮) পিং- মৃতঃ জুলহাস হাং, ২। মোঃ সোহেল শিকদার(২৭) পিং- মোঃ আবু শিকদার উভয় , সাং অম্বিকাপুর(৩নং ওয়ার্ড), থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল, ৩। কং/৬৪৩ মোঃ মুহসিন উদ্দিন, কর্মস্থল মেহেন্দিগঞ্জ থানা, বরিশাল সহ অন্যান্য সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে । উপস্থিত সাক্ষীদের মোকাবেলা ধৃত মোঃ নুরুজ্জামান মোল্লাএর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত গেবাডিং প্যান্টের ডান পকেট হইতে এর মধ্যে গোলাপী রংয়ের এ্যামফিটামিন জাতীয় কথিত (১৫) পিছ ইয়াবা ট্যাবলেট অদ্য ইং ২০/০৪/১৮ তারিখ সন্ধ্যা ২০.৩০ ঘটিকায় উদ্ধার করিয়া উক্ত সাক্ষীদের সামনে জব্দ করতঃ জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করি এবং নিজে স্বাক্ষর করি ।স্থানীয় ভাবে জানা যায় যে, উক্ত আসামি মোঃ নুরুজ্জামান মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত আসামী উল্লেখিত জব্দকৃত ইয়াবা জাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় অপরাধ করিয়াছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS